দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে বিএনপির কর্মী ও শোরুম ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মানহানিকর অপ্রচারের অভিযোগ উঠছে।
এ ঘটনায় শনিবার (১৯ জুলাই) বিকেলে দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা প্রগতি ক্লাব চত্বরে তিনি এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বিএনপির কর্মী ও শোরুম ব্যবসায়ী মুশফিকুর রহমান মেহেদী। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুশফিকুর রহমান লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের মদদপুষ্ট কতিপয় নামধারী স্থানীয় আলামিন হক বিজয় নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে আমিসহ দলের সিনিয়র নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানিকর সংবাদ প্রকাশ করে তা বিভিন্ন অফিস, ব্যক্তি, ফেসবুক এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে আপলোড করছে। এতে আমি সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিভ্রান্তিতে পড়ছেন।
তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। প্রথমে ছাত্রদল পরে বিএনপির সঙ্গে আছি। কিন্তু আলামিন হক বিজয় নামের এক ব্যক্তি আমার বিরুদ্ধে প্রথম মানহানিকর অপ্রচার ছড়াচ্ছে। তিনি আমার বিরুদ্ধে বিয়ের দাওয়াত আওয়ামী লীগ নেতাকর্মীদের দাওয়াত দেওয়ার অভিযোগ করছেন। যা সম্পূর্ণ মিথ্যা। আমার বিয়েতে ৭ জন অতিথিও ছিলেন না। তিনি আরও বলেন, আমার পরিবারের কোন সদস্য আওয়ামী লীগের রাজনীতির সাথে সংপৃক্তা ছিলো না,তিনি চ্যালেঞ্জ করে বলেন যদি কেউ প্রামাণ দিতে পারে তাহলে বিএনপির রাজনীতি করব না। তাছাড়া বিগত সরকারের সময় বিএনপির অগণিত নেতা কর্মীদের ঘরবাড়িতে হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। সেই দুষ্কৃতকারীরা এখনো বিএনপির নেতাকর্মীদের মাঝে বিভ্রান্ত সৃষ্টির প্রয়াস চালাচ্ছে। স্থানীয় বখাটে আলামিন হক বিজয় নামের এক ব্যক্তি রাজনৈতিক ভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকারের শাসনামলে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে, দুইজন যুবক আমার কর্মচারী ছিলো তাদেরকেও জড়িয়ে বিভ্রান্তকার তথ্য প্রকাশ করে। তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে সঙ্গে কাজ করার সময় ক্যামেরায় ছবি তুলে বিভিন্ন বেনামী পত্রপত্রিকায় নেতিবাচক সংবাদ প্রকাশ করা হয়। যারা এসব সংবাদ প্রকাশ করেছে তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে তিনি অভিযোগ করেন।
মেহেদী বলেন, ৩ ডিসেম্বর ২০২৩ রাজশাহীতে বিভাগীয় প্রোগ্রামের প্রস্তুতি সভা করার জন্য জয়নগরে ইউনিয়নে কোন জায়গায় প্রোগ্রাম করতে দিতো না স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে জয়নগর বিএনপি নেতৃবৃন্দ ও প্রয়াত নেতা সাবেক এমপি এডভোকেট নাদিম মোস্তফার সম্মতিক্রমে আমার শোরুমে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। আমি ও আমার পরিবার বিএনপি করার কারনে অনেকবার আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছি। আমাকে সমাজের কাছে হেয় করতে চাঁদাবাজ ও লম্পট আলামিন হক বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্য ছড়াচ্ছে। আমি শীঘ্রই আইনি পদক্ষেপ নিবো৷
এ বিষয়ে অভিযুক্ত আলামিন হক বিজয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতা জিয়াউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জয়নগর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো.আকবর আলী, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাবর আলী ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আলতাফ আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইউসুফ আলী,উপজেলা জাসাস দলের সদস্য,আলতাব হোসেন উপজেলা জাসাস দলের সদস্য, নারী ইউপি সদস্য রিপা বেগম, বিএনপি কর্মী মিজানুর রহমানসহ ইউপি সদস্যসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএ…
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।