দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে বড় বোনকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়ে চোঁখ হারাতে বসেছে ছোটবোন পলি বেগম (২১)। এছাড়াও তাঁর বড় বোন ফরিদা বেগম (৩০) পিটিয়ে জখম করা হয়েছে। তাদেরকে দুইজনকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় থানায় অভিযোগ দায়েরপর দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার গণকৈড় গ্রামের ফরিদা বেগম মঙ্গলবার বিকেলে ভ্যাঁনগাড়ী যোগে যাচ্ছিলেন বাবার বাড়ি যাচ্ছিলেন। এ সময় পূর্ব শুক্রতার জেরধরে একই গ্রামের লালন ও ডাবলু সহ কয়েকজন নারী তাঁর রাস্তায় গতিরোধ করে অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করেন। এতে ফরিদা বেগম জবাব দিলে প্রতিপক্ষরা তাকে ভ্যাঁনগাড়ী থেকে টেনে হেঁছড়ে নামিয়ে মারপিট শুরু করে। এ সময় ফরিদার চিৎকারে তাঁর ছোটবোন পলি ছুটে আসলে তাঁকেও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিটানো হয়। এক পর্যায়ে তিনি চোঁখে আঘাত পেয়ে জ্ঞাণ হারিয়ে ফেললে প্রতিপক্ষরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জানতে চাইলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা বলেন, ওই ঘটনায় লিখিত একটি অভিযোগ পেয়েছি। থানার পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান ওসি।
খবর২৪ঘন্টা/নই