দুর্গাপুর প্রতিনিধি :
দুর্গাপুর উপজেলা সদরে মোল্লা মার্কেটে ব্যাংক এশিয়া উদ্বোধণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে ক্ষুদ্র মাঝারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আধুনিক ব্যাংকিং প্রযুক্তি ও সমন্বিত সেবা সুবিধা সহকারে ব্যাংক এশিয়া এবং বাংলাদেশ এসএমই কর্পোরেশনের উদ্বোধণ করা হয়। উক্ত উদ্বোধণ অনুষ্ঠানে বাংলাদেশ এসএমই ক্রপ লিমিটেড চেয়ারম্যান ড. হাসান ইমাম-এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিমিটেডএর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিমিটেডএর এজেন্ট ব্যাংকিং শাখার ভাইস প্রেসিডেন্ট এহসানউল আলম, এমিষ্টিপ লিমিটেডএর সিইও আজাদ চৌধুরী, ডেটা সিস্টেম বাংলাদেশ লিমিটেডএর ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব জামান, বিজন্যেজ ফাইন্যানন্সি ফর পোর টিম লিডার ফায়সাল হোসাইন, বাংলাদেশ এসএমই ক্রপ লিমিটেডএর ব্যবস্থাপনা পরিচালক সালমত চিশতী, দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, দুর্গাপুর থানার (ওসি) রুহুল আলম, (ওসি) তদন্ত মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আব্দুল ওয়াহেদ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মোত্তালেব,সাধারণ সম্পাদক আমিনুল হক আমিন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাজশাহী জেলা ব্যাংক এশিয়া বাঞ্চে এসও আসমা আকবর ও জোনাল সুপারভিশন খাদেমুল ইসলাম।
খবর২৪ঘন্টা/এম ক