দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে দোকান বন্ধের অভিযান চালাতে গিয়ে তোপের মুখে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঘটনাটি ঘটে আজ শনিবার সকালে উপজেলা সদরে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে বাইরে তালা দিয়ে ভিতরে ব্যবসা পরিচালনা করছেন দুর্গাপুরের কয়েজন ব্যবসায়ী-এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেকের নেতৃত্বে একটি দল গিয়ে আয়েশ মার্কেটের বশির আহমেদের দোকানের তালা ভাঙার নির্দেশ দেন। এরপর তালা ভেঙে ভিতরে কোনো লোকজন না পাওয়ায় ব্যবসায়ীরা একজোট হয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন ম্যাজিস্ট্রেটের ওপর।
এ নিয়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে উভয়পক্ষের মধ্যে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করেন। এরপর পরিস্থিতি শান্ত হয়। খবর২৪ঘন্টা/এবি