1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে পারিবারিক শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ : থানায় অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন

দুর্গাপুরে পারিবারিক শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ : থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
oppo_0

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘী গ্রামে ছোট ভাইয়ের সাথে পারিবারিক শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগের পরে বাড়িতে তালা ঝুলিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে আপন বড় ভাই ও বাবার বিরুদ্ধে।

এঘটনায় বড় ভাই সুমন আলী (৩৮) ও পিতা মোঃ জেকের আলী (৬০) এর বিরুদ্ধে স্ত্রী আমরুলা-ও ছোট ছেলে রাজু আহমেদকে নির্যাতনের অভিযোগে দুর্গাপুর থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী রাজু আহমেদ।

জানাযায়, সোমবার ৪ (নভেম্বর) সকালে প্রথম স্ত্রী ও তার সন্তান রাজু আহমেদকে মারধোর করে বাড়ি থেকে বের করে দিয়ে তার পুকুরে বিষ প্রয়োগ করে। পরে বাড়ি ঢুকে ভাঙচুর চালিয়ে নগদ টাকা নিয়ে চলে যায়। এতে করে প্রায় ভুক্তভোগী রাজুর ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে সুমন আলী (৩৮) ও মোঃ জেকের আলী(৬০) জিয়ের (৪৫), পিতা-মৃত সঞ্জ, মোঃ খাইরুল ইসলাম (২২), পিতা- মোঃ মোখলেছুর রহমান, মোঃ জেকের আলী (৬০) পিতা-মৃত সঞ্জ, মোছাঃ সাহিনা বেগম (৩৮) স্বামী- মোঃ জিয়ের, মোঃ সোহেল রানা (২৮) পিতা-মোঃ জেকের আলী, মোছাঃ রসেনা বেগম (৪৮), স্বামী- মোঃ জেকের আলী সহ আরো অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১২ জন মিলে পারিবারিক বিরোধরে জের ধরে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে এবং জাল টেনে পুকুরে থাকা সকল মাছ মেরে নেয়। যা প্রায় (দশলক্ষ) টাকার ও পুকুরের পাহাড়ীতে থাকা কলা ও পেঁপে গাছের পেঁপে এবং কলা কেটে নিয়ে যায়। যা প্রায় এক লক্ষ টাকা। এবং বিবাদীগণ পরবর্তীতে ভোক্তভোগীদের বাড়ীতে এসে দেশীও অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর চালায় ও আমার মা মোছাঃ আমরুলা বেগম (৫৫) কে মারধর করে। মারধরের একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রের মুখে জিম্মী করে বাড়ীতে থাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা বিবাদীগণ লুট করে নিয়ে বাড়ী থেকে বের করে দিয়ে তালাবদ্ধ করে দেয়।

ভুক্তভোগী নারী আমরুলা বলেন, আমার স্বামী আরেকটি বিয়ে করে আমাদের উপর নির্যাতন চালায় সোমবার সকালে আমাকে ও আমার ছেলেকে বাড়ি থেকে বের করে তালা মেরেছে। ও ছেলের পুকুরের পাড়ের গাছপালা কেটে ফেলেছে ও তার মাছ চাষের পুকুরে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে।

রাজু আহমেদ বলেন, আমার বাবা ও ভাই মিলে আমাকে ও আমার মা’কে বাড়ি থেকে বের করে দিয়েছে ও আমাদের উপর অর্তকিত হামলা চালিয়ে মারধোর করে। আমার একমাত্র আয়ের উৎস পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে।

বিষয়টি নিয়ে দুর্গাপুর থানার উপ পরিদর্শক আতাউর রহমান উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনায় উভয়পক্ষের সাথে কথা বলেন এবং বাড়িতে তালা খুলে দেবার নির্দেশ দেন। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

এব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, এঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST