1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

দুর্গাপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসুচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তপোধ্বনি শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুভ দিবসটির সূচনা হয়। উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, শিক্ষক, সাংবাদিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গসংগঠন পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরবতা পালন শেষে বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা ভবনসহ সরকারি, আধা-সরকারী অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে জাতির শ্রেষ্ঠ সন্তান-বীর-মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা।

‎পৃথক এসব আয়োজনে প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান ও একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় এসময়, উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা মৎস্য অফিসার বাবুল হোসেন, উপজেলা প্রকৌশলী মাসুুক ই-মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এসএম শামীম আহমেদ,মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা প্রমুখ।

‎এছাড়াও উপজেলার সকল বীর-মুক্তিযোদ্ধা, সরকারি, আধা-সরকারী দপ্তরের প্রধান, রাজনৈতিক ও সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ন/জ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team