দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত শীত বস্ত্র উপজেলার ঝালুকা ইউনিয়নে ৩ শতাধিক গরীব শীতার্ত ও দুস্থদের বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ঝালুকা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা: মনসুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা সহ-কারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল, দুর্গাপুর পৌরসভার মেয়র
তোফাজ্জল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ সরদার, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান বিনয় সরকার, দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, ঝালুকা ইউপি চেয়ারম্যান মোজাহার আলী মন্ডল, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী, ঝালুকা ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি কবিরুল ইসলাম আনিস প্রমুখ।
খবর ২৪ ঘন্টা/আর