দুর্গাপুর প্রতিনিধিঃ দুর্গাপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালিয়ে দুর্গাপুর সদর ও আলীপুর বাজারে মোট ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের ২৩ হাজার টাকা জরিমান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
দুর্গাপুর সদরে গোলাম মোস্তফার মুদি দোকানে মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য বিক্রয়ের অভিযোগে ৫হাজার টাকা, মুদি ব্যবসায়ী আসলাম আলীর ৫হাজার টাকা ও আল মদিনা নামের খাবার হোটেলে অস্বাস্থ্যকর প্ররিবেশে খাবার প্রস্তুত ও পঁচা খাবার রাখার অপরাধে হোটেল মালিক আব্দুর রাজ্জাকের ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে উপজেলার আলীপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে আইক্রীম তৈরী করার অপরাধে বরফ মিল মালিক শরিফুল ইসলামের ৫ হাজার টাকা ও আলী স্টোরের মালিক আলী আকবরের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক অপূর্ব অধিকারী, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর হাফিজুর রহমান।
খবর২৪ঘণ্টা.কম/নজ