দুর্গাপুর প্রতিনিধি :
রাজশাহীর দুর্গাপুরে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়ে সাগর (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে এবং পৃথক আরো একটি ঘটনায় নারীসহ দুইজন আহত হয়েছেন। নিহত স্কুলছাত্র উপজেলার যুগিশো গ্রামের আব্দুল আলিমের ছেলে। আহতরা হলেন, দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া এলাকার সোহরাব ও একই গ্রামের আশিয়া বেওয়া। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি
আব্দুল মোত্তালেব জানান, বুধবার বিকেলে স্কুলছাত্র সাগর বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তার মৃত্যু হয়। এদিকে, উপজেলার বেলঘরিয়া গ্রামে বজ্রপাতে এক নারী ও এক পুরুষ আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এস/আর