নিজস্ব প্রতিবেদক : ১৫০ গ্রাম গাঁজাসহ শমসের আলী কালু (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলার বাজুখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কালু উপজেলার বাজুখলসী শাহপাড়া গ্রামের মৃত এলাহী বকস এর ছেলে। পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ দুরুল হোদার দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বাজুখলসী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী শমসের আলী কালুকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, গাঁজাসহ গ্রেফতারের ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিএ..