নিজস্ব প্রতিবেদক : দুই মাথা, তিনটি কান, চারটি চোখ একটি শরীরের মধ্যে,এমন অদ্ভুত গঠন একটি গাভীর বিরল বাছুরের জন্ম হয়েছে ।
রোববার (৪ মে) সকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দিগ্রাম এলাকার জ্যোতিষী সন্ন্যাসীর গবাদি পশুর খামারে এমন এক বিরল বাছুরের জন্ম হয়। এমন গাভীর বিরল বাছুর জন্মের খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাছুরটিকে এক নজর দেখতে মালিকের বাড়িতে ভিড় করছে উৎসক জনতা।
এলাকাবাসী জানায়, বাছুরটির দুই মাথায় দুটি মুখ রয়েছে যার দুই দিক থেকেই সে খাবার খেতে পারবে। তবে বাছুরটি জন্মানোর পর থেকে এখনো উঠে দাড়াতে পারেনি। এছাড়াও মায়ের দুধ একা পান করতে পারেনি।
খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে
এমন অবস্থায় গাভীর শাবকটিকে চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা করার দাবী জানিয়েছেন গাভীর মালিক জ্যোতিষী সন্ন্যাসী।
দুর্গাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস বলেন, টেরাটোজেনিক বা জীনগত ত্রুটির কারণে এমন গাভীর বাচ্চার জন্ম হয়েছে। যদিও বাচ্চাটি জীবিত থাকা নিয়েও শঙ্কা রয়েছে। তবে গাভীর বাছুরটি যেন বাঁচানো যায় সেজন্য চিকিৎসা দেয়া হচ্ছে। তবে বাছুরটি শঙ্কা মুক্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিএ..