রাজশাহীর দুর্গাপুরে ৩০ টাকা দরে খোলা বাজারে চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের কর্মসূচির আওতায় গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ডিলারদের মাধ্যমে এই চাল বিক্রির উদ্বাধন করা হয়। খোলা বাজারে চাল বিক্রির এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মোহামমদ আলী, বিশিষ্ট সমাজ সেবক ও দুর্গাপুর কলেজের প্রভাষক আমিনুল হক টুলু,উপজেলা খাদ্র গুদাম ইনচার্জ মাইনুল ইসলাম, ওএমএস ডিলার রুস্তম আলী, আবু ওয়ালিদ মুঞ্জু,চালকল মালিক সমিতির সদস্য আতাউর রহমান প্রমূখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, সপ্তাহে ৫ দিন সুলভ মূল্যে ৩০ টাকা কেজি দরে এই চাল বিক্রি করা হবে। এই উপজেলা ৩জন ডিলার প্রতিদিন ২ মে. টন করে মোট ৬ মে. টন চাল বিক্রি করতে পারবেন। প্রতি ডিলার প্রতিদিন জনপ্রতি ৫ কেজি করে চাল বিক্রি করবেন। প্রতিদিন ১ জন ডিলার ৪০০ পরিবারের মাঝে এই চাল বিক্রি করবেন। এছাড়াও একই সাথে সাধারণের পাশাপাশি টিসিবি কার্ড ধারিদের মাঝেও এই চাল বিক্রি করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা বলেন, ৩০ টাকা দরে খোলা বাজারে চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। সার্বক্ষণিক তদারকির মাধ্যমে নিম্নআয়ের লোকজনের মাঝে এ চাল বিক্রয় করা হবে। পাশাপাশি টিসিবি কার্ডের আওতাধীন তারাও এ চাল ক্রয় করতে পারবেন।
বিএ/