দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার শিক্ষা বৃত্তি ও বাই সাইকেল প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৩ জানুয়ারী) সকালে দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি ও বাই সাইকেল প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম,দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাচ্চু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, আমিনুল হক টুলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌরসভার যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌরসভার ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম।