দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে করোনা বিজয়ী ৩জনের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা এই অনুদান তুলে দেন। করোনায় সুস্থরা হলেন, উপজেলার ঝালুকা গ্রামের সাইদুর রহমান, রঘুনার্থপুর গ্রামের আব্দুল কাদের ও ভবানীপুর গ্রামের তুষার ইমরান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা জানান, করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়া তিনজনের মাঝে মোট ২০ হাজার টাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে হস্তান্তর করা হয়েছে।
উল্লেক্ষ্য গত ৩০ এপ্রিল উপজেলার ঝালুকা ইউনিয়ন এলাকার ঝালুকা গ্রামের ঝালমুড়ি বিক্রেতা সাইদুল ইসলাম (৩৮), ২মে উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়ন এলাকার রঘুরাথপুর গ্রামের আব্দুল কাদের (৩০) ও ২৮ মে ভবানিপুর গ্রামের স্কুল শিক্ষার্থী তুষার ইমরান (১৪) করোনা ভাইরাসে সংক্রমিত হন।
উপজেলা স্বাস্থ অধিদপ্তর সূত্রে জানাগেছে এ উপজেলায় এ পর্যন্ত ২৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ২৩৬ জন নেগেটিভ এবং ০৭ জনের করোনা পজিটিভ। বাকী ২১ জনের রিপোর্ট আসেনি। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩জন। খবর২৪ঘন্টা /এবি