নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর দুর্গাপুরে নাশকতার চেষ্টাকালে ৩টি ককটেল ও ৪টি পেট্রোল বোমাসহ জামায়াতের রোকন ও এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, উপজেলা জামায়াতের রোকন হায়দার আলী ও শিবির কর্মী শাহিনুর রহমান। গতকাল মঙ্গলবার গভীর রাতে দুর্গাপুর থানা পুলিশ তাদের আটক করে।
রাজশাহী জেলা পুলিশের সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক বলেন, নাশকতার চেষ্টাকালে দুর্গাপুর উপজেলা জামায়াতের রোকন ও এক শিবির কর্মীকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেন নি।
খবর২৪ঘণ্টা/এমকে