দুর্গাপুর প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে ঢুকে এক ছাত্রীর শ্লীতাহানীর চেষ্টার ঘটনায় যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্ত ওই যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল।
ঘটনাটি ঘটেছে শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। কারাদণ্ডপ্রাপ্ত যুবকের নাম আফজাল শরীফ (১৮)। সে উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমানের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল জানান, বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজন ছাত্রী এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশ করেন। এসময় আফজাল শরীফ ওই ছাত্রীকে ধরে শ্লীতাহানীর চেষ্টা করে। এরপর অন্যান্য পরীক্ষার্থী ও ওই কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যরা আফজালকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আফজালকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ