1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে ঋণের বোঝা সইতে না পেরে ভ্যান চালকের আত্মহত্যা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

দুর্গাপুরে ঋণের বোঝা সইতে না পেরে ভ্যান চালকের আত্মহত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ মে, ২০১৮

দুর্গাপুর প্রতিনিধি: কয়েকদিনের ব্যবধানে দুর্গাপুরে আবারো ঋণের দায়ে মুনসাদ আলী (৪০) নামের এক ভ্যান চালক বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর উপজেলার চৌবাড়ীয়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত জামির উদ্দিনের ছেলে। একটি মহল এঘটনা ভিন্ন খাতে ব্যবহিত করার চেষ্টা চালাচ্ছ অভিযোগ উঠেছে ।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাগতালে প্রেরণ করেছেন। এলাকাবাসী সূত্রে জানাগেছে, মুনসাদ আলী একজন পেশায় ভ্যান চালক। বিভিন্ন কারনে তার গ্রাম ও পাশের গ্রাম বহরমপুরসহ বিভিন্ন এলকা থেকে প্রায় ৮-১০ জন দাদন ব্যবসায়ীদের কাছ থেকে সুদের উপরে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা গ্রহন করেন মুনসাদ আলী। সেই টাকা দিতে না পারায় পাওনাদররা তাকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতে থাকে।

গতকাল মঙ্গলবার সকালে সেই পাওনাদারের ভয়ে মুনসাদ আলী এক পর্যায়ে গ্যাস ট্যাবলেট নামক বিষ পান করে সে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধ্যার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে সেখানের কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এবিষয়ে নিহতের ছেলে রনি জানান, তার বাবা বিভিন্ন কারনে অনেকের কাছ থেকে ব্যাংকের ফাঁকা চেক দিয়ে সুদের উপরে টাকা নিয়েছিলেন। তবে তিনি অনেকের টাকা সুদ করেও দিয়েছেন। সোমবার দিনগত রাতে তার বাবা হঠাৎ করে ছটপট করতে থাকে। এক পার্যায়ে জনতে পরেন তার বাবা ঋণের বোঝা সইতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।

এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনা দুর্গাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST