দুর্গাপুর প্রতিনিধি:
আসন্ন দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ওই ঘটনায় ৩জন আহত হয়েছেন। আহতদের দুর্গাপুর স্বাস্থ্যকপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।প্রত্যাক্ষদর্শিরা জানান, শনিবার দুপুরে কেন্দ্রিয় আওয়ামী লীগের কার্যালয় হতে দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের নাম ঘোষণা করে। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সহ সহভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সরদারের সমর্থকরা। শনিবার দুপুর ২টার দিকে মনোনয়ন বঞ্চিত আব্দুল মজিদ সরদারের
সমর্থকরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের মনোনয়ন বাতিলে দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে বিক্ষুদ্ধ নেতাকর্মিরা সিংগা বাজারের জিয়া চত্বরে রাস্তা অবরোধ করে রাখেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সহভাপতি অধ্যাপক শামসুল ইসলাম কলেজ থেকে বাড়ি ফেয়ার পথে বিক্ষুদ্ধ নেতাকর্মিরা তার মোটরসাইকেল ভাঙচুর করে।পরে বিকেল সোয়া ৫টার দিকে উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত প্রাথী বর্তমান উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থকরা উপজেলা চত্বর থেকে শোডাউন দিয়ে সিংগা বাজারের মাছ হাটায় পৌছালে মনোনয়ন বঞ্চিত আব্দুল মজিদ সরদারের সমর্থকরা তাদের ধাওয়া করে। পরে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালীণ
সময়ে জেলা ছাত্রলীগের সদস্য মাসুদ রানা (২৮), আওয়ামী লীগ কর্মি আবুল কালাম (৪২) ও পথচারী ইউসুফ আলী (৪০) আহত হয়। তাদের দুর্গাপুর স্বাস্থ্যকপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনারপর উপজেলা মোড় ও সিংগা বাজারে বিপুল আওয়ামী লীগ নেতাকর্মিরা দুই গ্রুপে বিভক্ত হয়ে লাঠিসোডা নিয়ে অবস্থান নেন।দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব জানান, কোন অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। দুর্গাপুর সদর বাজারে বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না বলেও জানান ওসি।
খবর ২৪ ঘণ্টা/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।