দুর্গাপুর প্রতিনিধি, দুর্গাপুর থানর পুলিশ অভিযান চালিয়ে ১৮পিস ইয়াবা ট্যাবলেটসহ সেরেনা খাতুন (৩৪) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার কুহাড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেরেনা খাতুন কুহাড় গ্রামের চিহ্নিতি গরু চোর বেলাল হোসেন ওরফে চোর বেলালের স্ত্রী।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রহুল আলম জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে থানার এস আই রফিকুল ইসলাম রফিক উপজেলার কুহাড় গ্রাম থেকে চিহ্নিত গরু চোর বেলাল হোসেনের বাড়িত অভিযান চালান। এ সময় ১৮ পিস ইয়াবাসহ বেলাল হোসেনের স্ত্রী সেরেনা খাতুনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ