দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ চত্বরে ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ।
একাডেমি সুপার ভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: জান্নাতুল ফেরদৌস, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, থানার এসআই রেজাউল করিম, দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইদুর রহমান প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস-গণমাধ্যম কর্মী ও কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।