দুর্গাপুর প্রতিনিধি
দুর্গাপুরে মোবাইল কোর্টের মাধ্যমে সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইনে অবৈধ গাড়ি পার্কিং এর অপরাধে তিনজনকে অর্থদণ্ড করা হয়েছে। আজ দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদণ্ড করা হয়।
জানা গেছে, রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মড়ে অবৈধভাবে গাড়ি পার্কিং করার অপরাধে মাসুদ রানার ৫০০ টাকা, মমিনুল ইসলামের ৫০০ টাকা ও আব্দুল হাকিমের ১হাজার টাকার অর্থদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা। এসময় তার সাথে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ। এসময় দণ্ডপ্রাপ্তরা জরিমানা অর্থ প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করেন।
এস/আর