রাজশাহীর দুর্গাপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ভ্যানগাড়ি উল্টে মামুন মৃধা (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ২ জন।
রবিবার (২৩ অক্টোবর) উপজেলার কিশমত মাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন মৃধা মাড়িয়া গ্রামের আঃ খালেকের ছেলে।
আহতরা হলো, মাড়িয়া গ্রামের গফুরের স্ত্রী মেরিনা (৪০) ও পালিবাজার এলাকার ভ্যান চালক ইসমাঈল হোসেন (৫৫)। এরমধ্যে ভ্যানচালক ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, বাড়ি যাওয়ার পথে উপজেলার কিশমত মাড়িয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা জোরে ভ্যানগাড়িটির পিছনে ধাক্কা দেয়। ফলে ভ্যানগাড়িটি উল্টে গিয়ে পুকুরে পড়ে যায় । এসময় পুকুরের পানিতে উল্টে যাওয়া ভ্যানগাড়ির নিচে চাপা পড়ে যুকক মামুন । স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক যুবক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে,দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। ধাক্কা দিয়ে অটোরিকশাটি পালিয়ে গেছে। এব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
বিএ/