খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার অন্যতম আসামি কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
রবিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত দুদকের মামলায় প্রদীপের জামিন আবেদন নাকচ করেন।
গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। এ মামলায় প্রদীপকে গ্রেপ্তার দেখাতে গত ১৪ সেপ্টেম্বর মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। ওই সময় তাকে গ্রেপ্তার দেখাতে আদেশ দিয়ে আদালত ২০ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করে।
এই মামলার অপর আসামি প্রদীপের স্ত্রী চুমকি কারণ মামলা দায়েরের পর থেকে পলাতক।
২০১৮ সালে প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে দুদক।
খবর২৪ঘন্টা/নই