নিউজ ডেস্ক: রাজধানীর সায়েদাবাদের জনপথ মোড়ে দুই বাসের মাঝে চাপা পড়ে অজ্ঞাত (২৫) পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী এক পথচারী জানান, জনপথ মোড়ে রাস্তা পার হতে গিয়ে দুই বাসের মাঝে চাপা পড়েন ওই যুবক। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত যুবকের পরনে ছিল জিন্স প্যান্ট ও গেঞ্জি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, দুই বাসের চাপায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।