খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মৌলভীবাজারে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরো দু’জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার ফতেহপুর গ্রামের আনকার মিয়ার ছেলে আল জামিল (১৮) ও জেলার কুলাউড়া উপজেলার পাবই এলাকার কৌশিক দাসের ছেলে কনক দাস (১৮)।
রবিবার ভোরে সদর উপজেলার পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সদর উপজেলার শেরপুর থেকে আল জামিল ও কুলাউড়া থেকে কনক দাসকে আটক করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রবাসের সামনে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শাহবাব রহমান (২৩) ও নাহিদ আলম মাহি (১৮) নামে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
খবর২৪ঘণ্টা.কম/রখ