নিজস্ব প্রতিবেদক:
দুই থানার ওসিসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক পদমর্যাদার ১০ জনের রদবদল করা হয়েছে। আরএমপির কমিশনার মো. একেএম হাফিজ আক্তার এর নির্দেশে এ রদবল করা হয়েছে। এরমধ্যে আরএমপির কাটাখালি থানার ওসি মেহেদী হাসান রন্টুকে হেডকোয়ার্টারে ওআর করা হয়েছে ও তার স্থলে ওসি নিবারণ চন্দ্র বর্মনকে দেওয়া হয়েছে। এয়ারপোর্ট থানার ওসিকে হেডকোয়ার্টারে ওআর এবং তার স্থলে ওসি হিসেবে দেওয়া হয়েছে নুরে আলম সিদ্দিক কে।
এ ছাড়া রাজপাড়া থানার ওসি তদন্ত মশিউর রহমানকে কাশিয়াডাঙ্গা থানার ওসি তদন্ত এবং রাজপাড়া থানার ওসি তদন্ত হিসেবে মাহিদুল ইসলামকে দেওয়া হয়েছে। ডিবির পরিদর্শক পদে সিরাজুম মনিরকে দেওয়া হয়েছে। কর্ণহার থানায় ওসি তদন্ত হিসেবে মেহেদি হাসানকে পদায়ন করা হয়েছে এবং সেখানকার ওসি তদন্ত ইমাম জাফরকে হেডকোয়ার্টারে ওআর করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, আরএমপির দুই ওসিসহ ১০ পরিদর্শক পদে রদবদল করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে