1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দীপিকার সঙ্গে 'বিচ্ছেদ'? রণবীর সিং-এর সঙ্গে সইফ কন্যা সারা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

দীপিকার সঙ্গে ‘বিচ্ছেদ’? রণবীর সিং-এর সঙ্গে সইফ কন্যা সারা

  • প্রকাশের সময় : বুধবার, ৬ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: বুধবার থেকে শুরু হচ্ছে ‘সিম্বা’-র শুটিং। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতেই বুধবার থেকে শুরু হচ্ছে রণবীর সিং সারা আলি খানের সিনেমার শুটিং। যা নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত রণবীর সিং-এর ভক্তরা।

‘সিম্বা’-য় রণবীর সিং এবং সারা আলি খানের সঙ্গে রয়েছেন সোনু সুদ এবং আশুতোষ রানা। পাশাপাশি অজয় দেবগণকেও অতিথি শিল্পী হিসেবে এই সিনেমায় দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

পরিচালক জোয়া আখতারের ‘গলি বয়’-এর শুটিং শেষ হয়েছে গত এপ্রিল মাসে। ‘গলি বয়’-এর শুটিং শেষ করার পর পরই এবার ‘সিম্বা’-র জন্য তৈরি রণবীর সিং। তবে ‘গলি বয়’-এর শুটিং শেষে করে সুইতজারল্যান্ডে পাড়ি দেন রণবীর। এরপর সেখান থেকে বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে তবেই ‘সিম্বা’-র জন্য তৈরি হচ্ছেন দীপিকা পাডুকনের বিশেষ বন্ধু।

এদিকে পরিচালক অভিষেক কাপুরের সিনেমা ‘কেদারনাথ’-এর শুটিংয়ের পাশাপাশি ‘সিম্বা’-র শুটিংও করবেন সারা আলি খান। কিন্তু, রোহিত শেঠির ‘সিম্বা’ না অভিষেক কাপুরের ‘কেদারনাথ’, কোন সিনেমা দিয়ে সারা বলিউডে ডেবিউ করবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রসঙ্গত, ‘সিম্বা’-য় রণবীর কাপুরের বিপরীতে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। কিন্তু, শেষ পর্যন্ত জাহ্নবীকে পিছনে ফেলে রণবীর সিং-এর সঙ্গে স্ক্রিন শেয়ারের দৌঁড়ে এগিয়ে যান সইফ কন্যা সারা।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST