আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন র্যাব-৫ রাজশাহীর নয়া অধিনায়ক লেঃ কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার, পিএসসি। চলতি বছরের গত ১৪ এপ্রিল র্যাব-৫, রাজশাহীর সাবেক অধিনায়ক লেঃ কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি, জি র্যাব-৫, রাজশাহী থেকে র্যাব-১, উত্তরায় হন। এরপর বর্তমান অধিনায়ককে র্যাব-৫ এর অধিনায়ক হিসেবে বদলি করা হয়। সোমবার র্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। লেঃ কর্নেল মো. জিয়াউর রহমান
তালুকদার, পিএসসি র্যাব-৫, রাজশাহীর অধিনায়কের দায়িত্ব গ্রহণ করার পর থেকে মেধা, একাগ্রতা, নিষ্ঠা, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, সাহসিকতা ও পেশাদারিত্বের সমন্বয়ে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার জঙ্গিবাদ দমন, সংঘবদ্ধ অপরাধীদের গ্রেফতার, অবৈধ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানানো হয়।
এস/আর