খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, নিম্নস্তর বা সবচেয়ে কম দামের সিগারেটের দাম পুনঃনির্ধারণ করে বাড়ানো হবে।
রোববার এনবিআর সম্মেলন কক্ষে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এ তথ্য জানান।
বর্তমানে নিম্নস্তরের ১০ শলাকা সিগারেটের মূল্য ২৭ ও ৩৫ টাকা। অ্যান্টি-টোবাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) পক্ষ থেকে সিগারেটের দাম বাড়ানো ও স্ল্যাব পরিবর্তনের দাবির পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান স্ল্যাব পুনঃনির্ধারণের ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, তামাকজাত পণ্যের দামের ক্ষেত্রে অ্যান্টি-টোবাকোর (আত্মা) প্রস্তাবগুলো যৌক্তিক। সিগারেটের নিম্ন স্ল্যাবের দাম সহনীয় পর্যায়ে আছে। তবে এটাকে বাড়িয়ে ভারসাম্যে আনার চেষ্টা করব আমরা।
তিনি আরও বলেন, এটি এমনভাবে করা হবে যেন সব পক্ষই খুশি থাকে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এতে বাজারে সিগারেটের দাম বাড়বে। এ ছাড়া প্রতিবছরই বাজেটের প্রাক্কালে সিগারেটের দাম বেড়ে থাকে। তবে এবার শুধু নিম্নস্তরের সিগারেটেরই দাম বাড়ছে বলে এখন পর্যন্ত ইঙ্গিত পাওয়া গেছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ