খভর২৪ঘন্টা নিউজ ডেস্ক: তৃতীয় বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল। রবিবার সকালে দিল্লির রামলীলা ময়দানে তার শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে কয়েক হাজার মানুষের সামনে শপথ নেন কেজরিওয়াল। তাকে শপথবাক্য পাঠ করান লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল।
কেজরিওয়ালের পর এদিন দিল্লির উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মণীশ সিসৌদিয়া। স্বাস্থ্য ও শ্রমমন্ত্রী হিসাবে শপথ নেন সত্যেন্দ্র জৈন।
এদিন শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এই মুহূর্তে নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসী সফরে গিয়েছেন মোদি। কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে হাজির হননি তিনি।
তবে বিজেপিবিরোধী শিবিরের কোনো নেতাকেই আমন্ত্রণ জানানো হয়নি।
শপথগ্রহণের পর দিল্লিবাসীর উদ্দেশে আম আদমি পার্টির জয়কে উৎসর্গ করেন কেজরিওয়াল। মঞ্চে দাঁড়িয়ে দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ভারতবর্ষে এক নতুন ধারার রাজনীতির জন্ম দিয়েছেন। যেখানে কাজের নিরিখে রাজনীতি হবে, ধর্মীয় ভেদাভেদ-হিংসার রাজনীতি নয়।’
দিল্লির দুই কোটি মানুষকে নিজের পরিবারের সদস্য জানিয়ে বলেন, ‘আমি সবার মুখ্যমন্ত্রী। আম আদমি পার্টির মতো আমি বিজেপি-কংগ্রেসের কর্মীদেরও মুখ্যমন্ত্রী। আমি কোনো দল বা রং দেখি না। আমি সবার জন্য, সবাইকে নিয়ে কাজ করতে চাই।’
নির্বাচনী প্রচারে বিজেপি-সহ বিরোধীরা কেজরিওয়ালকে সারাক্ষণ কুকথা বলে আক্রমণ করেছে। সেই কটাক্ষের পালটাও এদিন দিয়েছেন কেজরি। বলেছেন, ‘বিরোধীরা যা যা আক্রমণ করেছে আমি তাদের ক্ষমা করে দিয়েছি। প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি ব্যস্ততার কারণে আসতে পারেননি। ভবিষ্যতে আমি কেন্দ্রের আশীর্বাদ নিয়েই চলতে চাই।’
গত ১১ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল ভোট পেয়ে ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে বিজয়ী হয় কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)।
খবর২৪ঘন্টা/নই