খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কেজি স্বর্ণসহ বিমানের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে কাস্টমস। তার নাম শেখ সাদি। বুধবার রাতে ওই যাত্রী মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন।
জানা যায়, মালয়েশিয়া থেকে ঢাকাগামী এক যাত্রী কয়েক কেজি স্বর্ণ আনছেন বলে খবর পান কাস্টমসের চোরাচালান প্রতিরোধ টিমের সদস্যরা। এমন খবরে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়।
রাত সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে আসা এমএইচ১৯৬ নম্বর ফ্লাইটের যাত্রী শেখ সাদিকে গ্রেপ্তার করে তল্লাশি করা হয়। পরে তার কাছে দুই কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই