বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যেগে বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তাহেরপুর শহীদ মিরার চত্ত্বরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন তাহেরপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মেয়ার অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন তাহেরপুর পৌর আ’ লীগের সভাপতি মুনছুর রহমান মৃধা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম।
পৌর ছাত্রলীগের সভাপতি নওশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন তাহেরপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সন্দীপ রায়, কলেজ ছাত্রলীগ সভাপতি আমিরুজ্জামান তুহিন, সম্পাদক কোরবান আলী প্রমুখ।
খবর২৪ঘণ্টা/এমকে