খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ‘তিন তালাক’ দিলে স্বামীকে তিন বছরের জেল দেওয়ার বিধান রেখে নতুন আইন প্রস্তাব করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ সংক্রান্ত একটি বিল ১৫ ডিসেম্বর শুরু হওয়া পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে ভোটাভুটির জন্য তোলা হবে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
ভারতে মুসলিমদের মধ্যে ‘তিন তালাক’ এর প্রথার প্রচলন আছে। এই প্রথা অনুসারে স্বামী মুখে তিনবার ‘তালাক’ শব্দটি উচ্চারণ করে বা ইমেল বা টেক্সট মেসেজে লিখে পাঠিয়ে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছেদ করতে পারেন।
এর আগে গত আগস্টে মুখে ‘তিন তালাক’ উচ্চারণের মাধ্যমে বিচ্ছেদের প্রথাকে নিষিদ্ধ করেছিলেন ভারতের সুপ্রিম কোর্ট। কিন্তু তাতেও তির তালাক দেয়ার প্রবণতা কমেনি। তাই তিন তালাক দিলে স্বামীকে জেল, জরিমানা এবং স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রেখে আইন করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার।
খবর২৪ঘণ্টা.কম/রখ