নিজস্ব প্রতিবেদক :
২১আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর যুবদল। রোববার বেলা ১১ টার দিকে নগর বিএনপি’র মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। তবে পুলিশি বাধায় মিছিলটি সামনে এগোতে পারেনি। মিছিলটি সামনে
এগোতে না পারায় রাস্তার মধ্যেই সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাসিকের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, যুবদল রাজশাহী মহানগরের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ
সম্পাদক মাহফুজুর রহমান রিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে দ্রুত সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তারেজ রহমানের বিরুদ্ধে সাজা বাতিলের দাবি জানান। সেই সাথে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তি দাবী জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নগর বিএনপি’র থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘন্টা/এমকে