সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ৩ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

তারেক মাসুদের পরিবারকে ৪ কোটি ৬১ লাখ টাকা দেয়ার নির্দেশ

অনলাইন ভার্সন
ডিসেম্বর ৩, ২০১৭ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা.কম, ডেস্ক: সড়ক দুর্ঘটনায় নিহত তারেক মাসুদের পরিবারকে ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫৩ টাকা ক্ষতিপুরণ দেয়ার নির্দেশ দেয়েছেন আদালত। রোববার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী ড্রাইভারকে ৩০ লাখ, ইন্সুরেন্স কোম্পানিকে ৮০ হাজার এবং বাকি টাকা বাস মালিককে আদায় করতে হবে। রায় প্রকাশের তিন মাসের মধ্যে টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আর এই টাকার ১০ লাখ পাবেন তারেক মাসুদের মা। আর বাকি টাকা পাবেন তার স্ত্রী ক্যাথরিন ও তার সন্তান।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ এবং মিশুক মুনীর। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

এর পর প্রায় দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তার স্ত্রী ও নিহতদের পরিবার ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি মানিকগঞ্জে মোটরযান অর্ডিন্যান্সের ১২৮ ধারায় বাসমালিক, চালক ও ইনস্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মানিকগঞ্জ জেলা জজ ও মোটর কেইমস ট্রাইব্যুনালে দুটি মামলা করেন।

খবর ২৪ ঘণ্টা.কম/ রখা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।