ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার মোহাম্মদ নাইম ফিরে যান কোনো রান করার আগেই। দলীয় ৫ রানেই দ্বিতীয় ওভারের ২য় বলে শাহিন শাহ্ আফ্রিদির বলে উইকেটের পেছেন ক্যাচ তুলে দিয়ে ফিরে যান এই ওপেনার। এরপরে দেখেশুনে খেলতে থাকে মেহেদি হাসান ও তামিম ইকবাল। ম্যাচের তৃতীয় ওভারে ইমাদ ওয়াসিম দেন ১২ রান। বাংলাদেশের পক্ষে প্রথম বাউন্ডারি হাঁকান মেহেদি। ইমাদকে লং অনের উপর দিয়ে ছয় মারেন এ ডানহাতি। একই ওভারে চার মারেন তামিম। এরপরে পঞ্চম ওভারের দ্বিতীয় বলে মোহাম্মদ হাসনাইনকে পুল করতে গিয়ে ফেরেন মেহেদি।
পাওয়ারপ্লেতে দুই উইকেট হারানোর পর লিটনকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তামিম। কিন্তু দলীয় ৪১ রানে শাদাব খানের বলের এলবির শিকার হন লিটন (৮)। এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১৭.৩ ওভারে ৪ উইকেটে ১১৭ রান। উইকেটে আছেন তামিম ইকবাল (৬৫) এবং মাহমুদউল্লাহ (৯)।
সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ। মোহাম্মদ মিঠুনের পরিবর্তে মেহেদি হাসানকে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে এই ম্যাচে। অন্যদিকে অপরিবর্তি একাদশ নিয়েই মাঠে নেমেছে স্বাগতিক পাকিস্তান।
সিরিজে টিকে থাকতে টাইগারদের আজ জয়ের বিকল্প নেই। প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের ব্যাটিংটা ঠিক টি-টোয়েন্টি সুলভ ছিলনা। তাই বাংলাদেশ আজ চাইবে স্ট্রোক রোটেট করে খেলতে। অন্যদিকে অন্যদিকে আজকের ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চাইবে পাকিস্তান। এই সিরিজের আগে নিজেদের সর্বশেষ ৯ টি-টোয়েন্টির ৮টিই হেরেছিল পাকিস্তান। তাই এই সিরিজ জিতে নিজেদের আত্ববিশ্বাস বাড়াতে চাইবে তারা।
বাংলাদেশ দল:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, মাহেদী হাসান , আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।
পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শাদাব খান, হারিস রউফ, শাহীন আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।
এমকে