ঢাকারবিবার , ১৭ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

তামিমের তাণ্ডবে পাখতুন্সের দ্বিতীয় জয়

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১৭, ২০১৭ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

রয়েল খান স্পোর্টস ডেস্ক: টি-টেন লিগে তামিম ইকবালের অর্ধশতে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাখতুন্স। টিম শ্রীলঙ্কাকে ২৭ রানে হারিয়েছে আফ্রিদির দল।

পাখতুন্সের প্রথম ম্যাচে ব্যাট করতে নামেননি তামিম। গতকাল ব্যাট হাতে নেমেই ঝড় তুলেছেন। চার ছক্কা ও পাঁচটি বাউন্ডারিতে হাঁকিয়েছেন অর্ধশত। তার ব্যাটিং-ঝড়ে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১১ রান করে পাখতুনস।

গতকাল দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে তাণ্ডব চালান তামিম-শেহজাদ জুটি। এই উদ্বোধনী জুটি ২.২ ওভারেই তোলেন ২৯ রান।

শাহজাদ ১২ বলে ২৪ রান করে বিদায় নিলেও ক্রিজে ঠায় দাঁড়িয়ে ছিলেন তামিম। একপ্রান্ত আগলে রেখে ক্রিকেটের এই সংক্ষিপ্ত আসরে দেখা পান নিজের প্রথম হাফসেঞ্চুরির। অপরাজিত ছিলেন সবোচ্চ ৫৬ রানে।

১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় টিম শ্রীলঙ্কা। তাদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৮৭ রান। সর্বোচ্চ ১২ বলে ৩১ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ম্যাচ সেরা নির্বাচিত হন তামিম ইকবাল।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।