নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর থানার নয়া অফিসার ইনচার্জ ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন থানার ওসি তদন্ত রাকিবুল হাসান। রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ এক আদেশে তাকে তানোর থানার ওসি হিসেবে দায়িত্ব দেন। এর আগে তিনি ওই থানায় ওসি তদন্ত ও পরে ওসির পদ ফাঁকা থাকায় ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করেন। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র
অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, পুলিশ সুপার স্যার এক আদেশে রাকিবুল হাসানকে তানোর থানার ওসি হিসেবে দায়িত্ব দিয়েছেন। তানোর থানার নয়া ওসি রাকিবুল হাসান বলেন, আমি যে দায়িত্ব পেয়েছি তা সঠিকভাবে পালন করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। তানোরে আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠ পুলিশিং ব্যবস্থা গড়তে চেষ্টা করবো।
এমকে