তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে গতকাল রবিবার সকালে উপজেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদের আয়োজনে সারাদেশের ন্যায় শিক্ষকরা ১১ দফা দাবি আদায়ের লক্ষে একটি বিক্ষোভ মিছিল থানা মোড় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় উপজেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি ও তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের অধ্যাপক মুকছেদ আলী দেওয়ানের সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক ও তানোর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুক’ল কুমার ঘোষ,মুন্ডুমালা মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, কালিগঞ্জ হাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ সফিউজ্জামান খোকন, তানোর পাইলট উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক আইয়ুব আলী, তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ ।
খবর২৪ঘণ্টা.কম/নজ