তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকল প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের নিয়ে উপজেলা অডিটরিয়ামে শিক্ষার মানোন্নায়ন ডিজিটালাইজেশন বিষায়ক মত বিনিময সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক অফিসার আমিরুল ইসলাম,তানোর আব্দুল করিম সরকার ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, মুন্ডুমালা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমির উদ্দিন,তালন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তালন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক,কৃষ্ণপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ