তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে আজ সোমবার দিনব্যাপি কলমা ইউপির আয়োজনে পাড়ায় পাড়ায় মাইকিং করে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও নৃ -গোষ্টীর হতদারিদ্র মানুষের মাঝে এককালীন ভাতার তালিকা সংগ্রহ শুরু করা হয়েছে।
তালিকা সংগ্রহ অনুষ্ঠানে কলমা ইউপির চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মতিনূর রহমান, কলমা ইউপির আ’লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, ইউপি সচিব মোস্তাফিজুর রহমান,ইউপি সদস্য আবু সাইদ, তথ্য সেবা দায়িত্বে থাকা পলি খাতুন,সমাজ সেবক আতাউর রহমান, শফিকুল ইসলাম, সাইদুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ