তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোরে বজ্রপাতে ইব্রাহিম (৩৫) নামের এক ধান কাটা শ্রমিকের মৃত্যু ও আরো তিন শ্রমিক দগ্ধ হয়ে আহত হয়েছেন। নিহত শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের পাতান আলীর ছেলে। শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে হরিদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি খাইরুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাতানপুর এলাকার ১৪ জন শ্রমিক একসাথে তানোরের হরিদেবপুর গ্রামে ধান
কাটতে এসেছিল। শুক্রবার নিহত ইব্রাহিমসহ ৪ জন মাঠে ধান আনতে যাচ্ছিলো। পথে বজ্রপাত হলে ইব্রাহিমের কোমরে থাকা মোবাইল বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ও বাকি তিনজন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে তানোর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহত শ্রমিকের পরিবারের লোকজন আসলে লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে যাবে।
এস/আর