তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে বজ্রপাতে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই জন। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেরার পৃথক পৃথক তিন স্থানে বজ্রপাতের ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার কামারগাঁ বাতাসপুর গ্রামের জমির মাঠে ধান কাটতে গিয়ে বাতাসপুর গ্রামের লোকমান আলী পুত্র আনছার আলী (৩০) বজ্রপাতে ঘটনা স্থলে মারা যান। এনসয় আহত হয়েছে বাসাতপুর গ্রামের অনিল শাহার পুত্র আনন্দ শাহা (৩৫) ও হিরেন শাহার পুত্র টিল শাহা (৩০)। কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দীন বলেন, নিহত আনছার আলী খুব গরীব ঘরের সন্তান। আহতরা বিপদমুক্ত রয়েছে।
অপর দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের দুবইল নামোপাড়া গ্রামের সামসুদ্দীনের পুত্র সোহাগ আলী (১৮) সকালে জমির মাঠে সেমি ডিপের কাজ করছিল। এসময় বজ্রপাতে ঘটনা স্থলে সে মারা যায়। পাচন্দর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, নিহত সোহাগ দুবইল গ্রামের জালালের সেমি ডিপে কাজ করেতা। সোহাগ গরীব ঘরের সন্তান।
এদিকে কলমা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না জানান, কলমা ইউনিয়নের চকরতিরাম আদিবাসী গ্রামের বেলাম হেমরমের স্ত্রী এলেনা মুরমু (৩৫) জমিতে বোরো ধান কাটতে গিয়ে সকালে বজ্রপাতে নিহত হয়েছে।
তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা শওকাত আলী বলেন, উপজেলার দুই ইউনিয়নের তিন স্থানে তিনজন বজ্রপাতে মারা গেছে। উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তাকে ঘটনা স্থলে পাঠিয়েছি। নিহতদের প্রতিজনকে নগদ ২০ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল সরকারী ভাবে দেয়া হবে। আজ (বুধবার) নিহতদের পরিবারের সমস্যদের নগদ ১০ হাজার টাকা দেয়া হয়েছে। পরবর্তীতে বাকি টাকা ও চাল দেয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ