তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কলমা ইউনিয়নের কলমা গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বুধবার বেলা এগারোটার দিকে ওবায়দুর মাস্টারের ২৮ মাস বয়সের কন্যা তুবা খেলতে খেলতে বাড়ির পাশে থাকা ছোট্ট একটি কুঁড়ি তে নেমে যায়। কিছুক্ষণ পরে তার পরিবারের লোকজন তাকে কোথাও খুঁজে পাচ্ছিল
না হঠাৎ একসময় তাকে বাড়ির পাশে থাকা কুড়িতে হাসতে দেখতে পাই। তড়িঘড়ি করে তাকে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই পরিবারে শোকের মাতম চলছে।
এমকে