তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে ছাত্রদলের নেতা মেহেদী হাসানকে (২৬) ২টি ককটেলসহ আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে মেহেদির নিজ বাড়ি সোমাসপুর গ্রাম থেকে জেলা পুলিশসহ তানোর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করেন। মেহেদি তানোর পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক। সে সমাসপুর গ্রামের আবুল কালামের পুত্র। এঘটনায় এস আই মনির বাদি হয়ে বিস্কোরক আইনে তানোর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, বিশেষ অভিযানে মেহেদিকে আটক করা হয়েছে।বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ