তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের নারায়নপু গ্রামে আম গাছের ডাল কাটকে গিয়ে পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মমিনুল ইসলাম (১৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল পৌণে তিন টার দিকে নারায়নপুর বড় মসজিদের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
তানোর থানা (এসআই) সাইফুল জানান, উপজেলার পাচন্দর ইউনিয়নে ইলামদহী গ্রামের কাবিলের পুত্র মমিনুল ইসলাম শ্রমিক হিসাবে গাছের ডাল কাটার কাজ করে। শুক্রবার দুপুরে ইলামদহী গ্রামের হালিমের গাছ কাটার কাজ করছিল।
বড় একটি আমের গাছে ডাল কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গাছের উপরের ঝুলন্ত অবস্থায় তার মৃত্যু হয়।
তানোর থানা ওসি রেজাউল ইসলাম বলেন, নিহতের মা মুঞ্জুয়ারা বাদি হয়ে মামালা করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।