নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর উপজেলার ১ নং কলমা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ১০ টি কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৫ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১০টি কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো হলো, কিসমত বিল্লী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্র, চোরখৈর উচ্চ বিদ্যালয় কলেজ কেন্দ্র, কলমা উচ্চ বিদ্যালয় কলেজ কেন্দ্র, মালবান্ধা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, দরগাডাঙ্গা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্র ও আজিজপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। কলমা ইউনিয়নের মোট ভোট সংখ্যা নারী-পুরুষ ভোটার মিলিয়ে ২৪
হাজার ৬০০। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ১ নং কলমা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ১০টি কেন্দ্রের মধ্যে ৬টিকে অবকাঠামোসহ সার্বিক দিক বিবেচনা করে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যান্য কেন্দ্রের থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বেশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সুষ্ঠ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। সুষ্ঠ ভোট গ্রহণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, তানোর উপজেলার ১ নং কলমা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না পদত্যাগ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন। এরপরেই কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি ফাঁকা হয়। তারপর নির্বাচন কমিশন থেকে ২৫ জুলাই ভোট গ্রহণের দিন ঠিক করে তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন কলমা ইউনিয়ন আ’লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন
রেজাউল করিম রেজা। রেজা ২০০৩ সালের নির্বাচনে আ’লীগ থেকে মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করে কয়েক ভোটে হেরে যান। দুই প্রার্থী ভোটে জয়ী হওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে ভোট প্রার্থনা করছেন। জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করারও অঙ্গীকার করছেন।
আর/এস