তানোর প্রতিনিধি: তানোরে আবারো ঢাকা ফেরত এক যুবক করোনাই আক্রান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম। তিনি জানান, উপজেলার কলমা ইউনিয়নের পিঁপড়া কালনা গ্রামের মজিদুলের পুত্র রাসেল গত ৭ তারিখে ঢাকা থেকে রাজশাহীতে আসেন। আটই জুন সে তার নমুনা পরীক্ষা করতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে নমুনা দেন। আজ তার নমুনা পরীক্ষায় পজিটিভ আসে। তিনি আরো জানান, রাতে তিনি তার নিজ বাড়িতে এসেছেন। তিনি ওই পরিবারকে বাড়ি থেকে বের হতে নিষেধাজ্ঞাও দিয়েছেন। এই নিয়ে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ এ রোজি আরা খাতুন জানান, আমরা তার রিপোর্টি অনেক রাতে পেয়েছি সকালে গিয়ে তাকে ডাক্তারি পরীক্ষা করে ওষুধ পত্র দেওয়া হবে। এবং তার বাড়ি লক ডাউন এর জন্য উপজেলা নির্বাহী বরাবর একটি চিঠি পাঠানো হবে।#
মামুনুর রশিদ তানোর
খবর২৪ঘন্টা/নই