তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় দরিদ্র কৃষকদের মাঝে বিনামূলে আউষের প্রণোদনার বিতরনের উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ তানোর-গোদাগাড়ি আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা অ”লীগের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম, মহিলা ভাইস চেয়ারম্যান বন্দনা রানী,কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন। এসময় ১৪৫০জন কৃষককে উপষী প্রণোদনা ও ৩০০ জন কৃষককে নেরিকা প্রণোদনা বিতরন করা হয়।অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম।
খবর২৪ঘণ্টা.কম/নজ