খবর২৪ঘন্টা ডেস্কঃ
বিএনপি নেতা তরিকুল ইসলামের মরদেহ আজ সোমবার নেয়া হবে চিরপরিচিত নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে তাকে দলের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। সকাল ১০টায় নয়াপল্টনে তরিকুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রোববার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
বেলা সোয়া ১১টায় তার মরদেহ নেয়া হবে জাতীয় সংসদ ভবনে। দক্ষিণ প্লাজায় হবে দ্বিতীয় জানাজা। পরে মরদেহ হেলিকপ্টারে নেয়া হবে জন্মস্থান যশোরে। যশোর ঈদগা মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
খবর২৪ঘন্টা / সিহাব
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।